সোমবার (০৮ মার্চ) বেবিচকের চেয়ারম্যান বরাবর এই চিঠি দেওয়া হয়েছে।
জানা গেছে, ইউনাইটেড এয়ারওয়েজের নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য মূলত বেবিচককে চিঠি দিয়েছে বিএসইসি। যাতে কোম্পানিটি সর্ম্পক্যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে যোগাযোগ করে বেবিচক। একইসঙ্গে পুরোনো পরিচালনা পর্ষদের কোনো কথায় বেবিচক যেনো কোনো সিদ্ধান্ত না নেয়।
এদিকে বিএসইসি সূত্রে জানা গেছে, নতুন পরিচালনা পর্ষদকে সহযোগিতার জন্য বেবিচককে চিঠিতে অনুরোধ করা হয়েছে। যাতে কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম শুরু করা যায়।