সোমবার (৮ মার্চ) অনুষ্ঠিত নিলামে অংশ নিয়ে এই তরঙ্গ কিনেছে কোম্পানি দুটি। টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এই নিলামের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে এই নিলাম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নিলামে জিপি সর্বোচ্চ তরঙ্গ কিনেছে, যার পরিমাণ ১০ দশমিক ৪ মেগাহার্টজ। অন্যদিকে রবি ৭ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।
তালিকাভুক্ত এই দুই কোম্পানির পাশাপাশি তালিকাবহির্ভূত কোম্পানি বাংলালিংকও নিলামে অংশ নিয়ে তরঙ্গ কিনেছে, যার পরিমাণ ৯ দশমিক ৪ মেগাহার্টজ।
তালিকা বহির্ভূত কোম্পানি টেলিটক নিলামে অংশ নিলেও কোনো তরঙ্গ কিনতে পারেনি।
নতুন তরঙ্গ কেনার পর গ্রামীণফোনের মোট তরঙ্গের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৪ মেগাহার্টজ, রবির ৪৪, বাংলালিংকের ৪০ ও টেলিটকের ২৫ দশমিক ২ মেগাহার্টজ।