ভারতের পিচের সমালোচনাকারীরা ক্রিকেটকে বিদ্রুপ করছেন’

ভারতের পিচের সমালোচনাকারীরা ক্রিকেটকে বিদ্রুপ করছেন’
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার টেস্টের সিরিজ ৩–১ ব্যবধানে জিতেছে ভারত। কিন্তু আলোচনা এখনো থামেনি। দুই দলের পারফরম্যান্স ছাপিয়ে এখনো আলোচনায় উইকেট।

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট ও আহমেদাবাদে তৃতীয় টেস্টের উইকেট নিয়ে সাবেকেরা কথা থামাননি। বেশির ভাগেরই মত, স্পিনবান্ধব উইকেট বানিয়ে টেস্টের সৌন্দর্য নষ্ট করা হয়েছে।

কিন্তু রবিচন্দ্র অশ্বিন মোটেও তা মনে করছেন না। তাঁর মতে, সাবেকেরা এসব বলে স্বয়ং ক্রিকেট খেলাটাকেই বিদ্রূপ করছেন।

প্রথম টেস্টে ২২৭ রানে হেরেছিল ভারত। পরের তিন টেস্টে ৩১৭ রান, ১০ উইকেট ও ইনিংস ব্যবধানে জেতে বিরাট কোহলির দল।

সিরিজসেরা অশ্বিন অনলাইনে সংবাদ সম্মেলনে বলেন, ‘একদিন দেখতে চাই বাইরের কোথাও ঘাসের উইকেট বানানো হয়েছে এবং তখন ভারতীয় ধারাভাষ্যকারেরা কী বলেন। ইনস্টাগ্রামে কী পোস্ট দেন, সেটা দেখতে চাই। তখন বিশ্বের সংবাদমাধ্যম কী প্রতিক্রিয়া দেখায়, সেটাও দেখতে চাই। তখন বোঝা যাবে, ভুলটা কার।’

আহমেদাবাদে দিবারাত্রির টেস্টের পর সেখানকার উইকেটের সমালোচনা করেন ইংল্যান্ডের দুই সাবেক মাইকেল ভন ও অ্যান্ড্রু স্ট্রাউস। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহও উইকেটের সমালোচনা করেন।

কিন্তু এই সিরিজে ৩২ উইকেট নেওয়া অশ্বিন ভারতীয় দলের প্রশংসা করে বলেন, ‘ভারতীয় ক্রিকেট দল কতটা ভালো, এই সিরিজ জয় তার প্রমাণ। উইকেট নিয়ে সমালোচনা হচ্ছে। তবে সেদিন সানি (সুনীল গাভাস্কার) যা বলেছেন, সেগুলো যৌক্তিক ছিল। তবে এসব হওয়ার কারণ হলো, ক্রিকেট নিয়ে যারা বিদ্রূপ করছে, তাদের প্রতি বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো