সোমবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠিয়েছে। চিঠিতে দেয়া দর্শনার্থীদের কাজের গুরুত্ব বুঝে পাস ইস্যুর বিষয়ে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের নামে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবরা দৈনিক ১০টি পাস ইস্যু করতে পারবেন। এ ছাড়াও সচিবালয়ে কর্মরত অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা দৈনিক ৩টি এবং সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিবরা তাদের দফতরে কাজের জন্য আসা দর্শনার্থীদের ক্ষেত্রে দৈনিক ৫টি করে পাস ইস্যু করতে পারবেন।