অধিকাংশ বহুজাতিক কোম্পানির দর কমেছে

অধিকাংশ বহুজাতিক কোম্পানির দর কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে প্রায় ৭৫ শতাংশ বা ৯টি কোম্পানির দর কমেছে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৩টি কোম্পানির।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে লাফার্জহোলসিম লিমিটেডের। এই কোম্পানির ৪.১ শতাংশ দর কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪২ টাকা দরে লেনদেন হয়।

গ্রামীণফোনের ৩.৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বশেষ ২৬৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আরএকে সিরামিকসের ৩.১ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাটা সুর ০.৭ শতাংশ, বিএটিবিসির ০.৭ শতাংশ, বার্জার পেইন্টসের ০.৪ শতাংশ, লিন্ডেবিডি ১.২ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের দশমিক ৭ শতাংশ, ম্যারিকোর ০.৯ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে মাত্র ৩ কোম্পানির। কোম্পানিগুলো হচ্ছে- গ্লাক্সোস্মিথক্লাইন, রেকিট বেনকিজার ও সিঙ্গারবিডি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত