রাজধানীতে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

রাজধানীতে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থেকে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) সকালের দিকে খিদমাহ হাসপাতালের সামনের ফুটপাত থেকে সালাউদ্দিন মাসুম (৫৫) নামে ওই নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, ওই নিরাপত্তাকর্মীকে হত্যা করা হয়েছে।

নিহত সালাউদ্দিন গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে খিলগাঁও মেরাদিয়া কমিশনার গলিতে থাকতেন তিনি।

খিলগাঁও থানার পরিদশর্ক (তদন্ত) সুজিত কুমার সাহা জানান, খিলগাঁও চৌরাস্তায় কয়েকটি দোকানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন সালাউদ্দিন। ডিউটির স্থান থেকে আধ কিলোমিটার দূরে খিদমা হাসপাতালের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলসহ মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, ‘সালাউদ্দিন চৌরাস্তায় যেখানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন, সেখানে গতরাতে তিনটি দোকানে তালা ভেঙে চুরি হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুষ্কৃতকারীরা একটি পিকআপ ভ্যান নিয়ে সেখানে আসে। এরপর তাদের সঙ্গে সালাউদ্দিনের কথা কাটাকাটি হয়। পরে তারা সিসিটিভির আওতার বাইরে চলে যায়। এরপর কী হয়েছে, তা আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (৯ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টা থেকে ভোর ৬টার মধ্যে দুষ্কৃতকারীরা নিরাপত্তাকর্মী সালাউদ্দিনকে খুন করে খিদমা হাসপাতালের সামনে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু