মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বিস্কুট, কেক ও পাউরুটির প্যাকেটের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য না লেখায় এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিসামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম।

শনিবার রাজধানীর শ্যামপুর ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কদমতলী থানা এবং শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিস্কুট, কেক ও পাউরুটির প্যাকেটের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি না লেখায় এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিসামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে স্বদেশ ফুড প্রডাক্টকে ৩০ হাজার টাকা, মমি আক্তার ফুডকে ২০ হাজার টাকা এবং চিশতিয়া ফুড প্রোডাক্টকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়