মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বিস্কুট, কেক ও পাউরুটির প্যাকেটের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য না লেখায় এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিসামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম।

শনিবার রাজধানীর শ্যামপুর ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কদমতলী থানা এবং শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিস্কুট, কেক ও পাউরুটির প্যাকেটের গায়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি না লেখায় এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিসামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে স্বদেশ ফুড প্রডাক্টকে ৩০ হাজার টাকা, মমি আক্তার ফুডকে ২০ হাজার টাকা এবং চিশতিয়া ফুড প্রোডাক্টকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা সহায়তা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো