১২ বছরে ব্যাংকের শাখা বেড়েছে ৬৫ শতাংশ

১২ বছরে ব্যাংকের শাখা বেড়েছে ৬৫ শতাংশ
গত ১২ বছরে দেশে ৬৫ শতাংশ ব্যাংকের শাখা বেড়েছে। অনেকে সমা‌লোচনা ক‌রেন, নতুন কোনো ব্যাংকের দরকার নেই। তারপরও প্রধানমন্ত্রী দে‌শের শিল্প-বাণিজ্য উন্নয়নে নতুন ব্যাংকের অনুমোদন দিচ্ছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১০ মার্চ) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য মোরশেদ আলম, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যাংকের উদ্দেশ্য যেন ব্যবসার পরিবর্তে সেবা হয়। বেঙ্গল ব্যাংকের পরিচালনা পর্ষদের সবাই ব্যবসায়ী, তাদের উদ্দেশ্যে ভালো। তারা মানুষকে নিয়ে কাজ করবে, তাই আমি তাদের সঙ্গে একমত।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। দাতা সংস্থাগুলো আমাদের ওপর চেপে বসবে এমন নেতিবাচক কথাও এসেছিল। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি, প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবলে শুধু ৯ শতাংশ নয়, এখন তারও নিচে ৭/৮ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন ব্যবসায়ীরা।

ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মূল লক্ষ্য হবে গ্রাহকের সেবা দেয়া। অনলাইন ব্যাংকিংয়ে আমরা বেশি জোর দেব। ছোট ও নারী উদ্যোক্তাদের পাশে সব সময় থাকবে আমাদের ব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি