পাঞ্জাবের দায়িত্ব পেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যামিয়েন

পাঞ্জাবের দায়িত্ব পেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যামিয়েন
নিজেদের কোচিং প্যানেলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল পাঞ্জাব কিংস। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ড্যামিয়েন রাইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাঞ্জাব।

৪৫ বছর বয়সী রাইট ২০১৭ সালের মে মাসে হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। পরে তার অধীনেই ২০১৮ সালের যুব বিশ্বকাপ খেলেছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এর বাইরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনস এবং মেলবোর্ন স্টারসের কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন রাইট।

আইপিএলের আসন্ন মৌসুমে তিনি পাঞ্জাব কিংসের বোলিং কোচ হিসেবে চার্ল ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হবেন। পাঞ্জাবের কোচিং প্যানেলে আরও রয়েছেন অনিল কুম্বলে (হেড কোচ), অ্যান্ডি ফ্লাওয়ার (সহকারী কোচ), ওয়াসিম জাফর (ব্যাটিং কোচ) এবং জন্টি রোডস (ফিল্ডিং কোচ)।

আগামী ১২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুম্বাইয়ের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস। মুম্বাইয়ে তারা খেলবে ৩ ম্যাচ। এরপর আহমেদাবাদে ২, চেন্নাইয়ে ৪ এবং ব্যাঙ্গালুরুতে ৫ ম্যাচ খেলবে লোকেশ রাহুলের দল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়