জয়ের শতকে বাংলাদেশের সংগ্রহ ২৬০

জয়ের শতকে বাংলাদেশের সংগ্রহ ২৬০
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ৪৮.৪ ওভারে ২৬০ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

সিরিজটি বাংলাদেশ ইতোমধ্যে জিতে নিয়েছে।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করে মাহমুদুল হাসান জয়। ১২৩ রান করে আউট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন আনিসুল ইসলাম ইমন। মহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে ৩৩ রান।

আয়ারল্যান্ডের পক্ষে পিটার চেজ ১টি, মার্ক অ্যাডেয়ার ২টি, গ্যারেথ ডিলানি ২টি, রুহান প্রিটোরিয়াস ২টি ও হ্যারি টেক্টর ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায়। ব্যক্তিগত ৩ রানে ফিরে যান অধিনায়ক সাইফ হাসান। তবে, আরেক ওপেনার ইমন চালিয়ে খেলতে থাকেন। ৩১ বলে ৪১ রান করে ডিলানির শিকার হন তিনি।

পরে মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ। হৃদয় ব্যক্তিগত ২০ রানে ফিরলেও জয় দারুণ খেলতে থাকেন। অঙ্কনের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন জয়। ৪৭তম ওভারে অঙ্কন ফিরলে বাকিরাও দ্রুত আউট হয়ে যান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়