সূত্র মতে, বৃহস্পতিবার রহিমা ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২২ দশমিক ৯০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪২ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯ টাক ৫০ পয়সা।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে দেশ গার্মেন্টসের ৮ দশমিক ১৯ শতাংশ, জিকিউ বলপেনের ৭ দশমিক ৮৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬ দশমিক ৭২ শতাংশ, ফাইন ফুডসের ৫ দশমিক ৪৪ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৫ দশমিক ১২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪ দশমিক ২৩ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৪ দশমিক ১৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৪ দশমিক ০৫ শতাংশ এবং সোনালী আঁশের শেয়ার দর ৩ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।