সবাইকে করোনা টিকা দেবে ইবি

সবাইকে করোনা টিকা দেবে ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৭ কার্যযদিবসের মধ্যে নির্ধারিত গুগল ফর্মে নিবন্ধন করতে বলা হয়েছে।

রোববার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহা. আতাউর রহমান। তিনি জানান, আমাদের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে।

আতাউর রহমান বলেন, কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যে ইউজিসি ও স্বাস্থ্য মন্ত্রনালয়ে জরুরি ভিত্তিতে তালিকা পাঠানো হবে। সেই লক্ষ্যে আগামী ৭ কার্যদিবসের মধ্যে নির্ধারিত https://docs.google.com/forms/d/1k4CPt2352I5ARVPmSSPZCppdSgjxbTqmyFaxNQgSgM0/viewform?edit_requested=true&gxids=7628 এ গুগল ফর্মে আবেদন করতে হবে। ইতোমধ্যে যারা নিবন্ধন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।

এর আগে শুধু আবাসিক শিক্ষার্থীদের টিকার তালিকা চেয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সশরীরে আবেদন জমা দিতে বলা হয়েছিল। এতে শিক্ষার্থীদের টিকা নিশ্চিতে করতে ও বিভিন্ন ভোগান্তি ভোগান্তি পোহাতে হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে ভ্যাকসিনের আওতায় আনতে সব ধরনের প্রচেষ্টা চলছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি