পায়রাবন্দরের উন্নয়নে অর্থায়ন কর‌বে সোনালী ব্যাংক

পায়রাবন্দরের উন্নয়নে অর্থায়ন কর‌বে সোনালী ব্যাংক
পায়রাবন্দরের অবকাঠামোগত উন্নয়নে সা‌ড়ে পাঁচ হাজার কোটি টাকা অর্থায়ন কর‌বে সরকার। সোনালী ব্যাংকের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষকে এ ঋণ প্রদান করা হবে।

সোমবার (১৫ মার্চ) অর্থ বিভাগে সোনালী ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও পায়রাবন্দর কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত ত্রিপক্ষীয় ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করেন। এই চুক্তির আগে প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল’ এর উদ্বোধন করেন এবং ওই তহবিল থেকে ‘পায়রাবন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেইনেন্স ড্রেজিং’ শীর্ষক স্কিমে প্রথম এই তহবিল উদ্বোধন করেন।

সোনালী ব্যাংকের মাধ্যমে পায়রাবন্দরের ৫৫০০ কোটি টাকার অর্থায়নই হচ্ছে এই তহবিল থেকে দেশের সর্বপ্রথম অর্থায়ন।

ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবীর, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, একই ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি