ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটি সর্বশেষ ১২৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৩১ বারে ১ লাখ ৮৪ হাজার ৮৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৪ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে কোহিনুর কেমিক্যালস লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৩৬ টাকা ৮০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৪৫৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৪ পয়সা বা ৬.৭০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৩৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ১০৯ বারে ২ লাখ ৪৩ হাজার ৫২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্যাকেজিং অ্যান্ড পেপার, আনলিমা ইয়ার্ন, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বীচ, অ্যারামিট, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এটলাস বাংলাদেশ লিমিটেড।