বঙ্গবন্ধু জন্মবার্ষিকীতে বর্ণিল সাজে সেজেছে ঢাবি

বঙ্গবন্ধু জন্মবার্ষিকীতে বর্ণিল সাজে সেজেছে ঢাবি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

গত সোমবার (১৫ মার্চ) সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল, কলাভবন, ব্যবসায় অনুষদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হাজী মুহম্মদ মহসিন হল, সূর্যসেন হল, ভিসি চত্বরসহ গোটা ক্যাম্পাস রঙিন আলোকসজ্জ্বায় সজ্জিত রয়েছে।

ক্যাম্পাস, হল বন্ধ থাকলেও এ দৃশ্য মনোরম পরিবেশ সৃষ্টি করেছে চারদিকে। ছুটির দিন হিসেবে অফিস, আদালত ও অন্যান্য কর্মস্থল বন্ধ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দর্শনার্থীদের ভিড় জমেছে। অনেকে ঘুরে ঘুরে ক্যাম্পাসের সৌন্দর্য প্রদক্ষিণ করছেন। অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। যারা বাড়িতে রয়েছেন তারা আবেগ ছাড়িয়ে বলছেন ক্যাম্পাসকে মিস করার কথা।

ঘুরতে আসা কর্মজীবী নারী আয়েশা আক্তার জানান, আজকে যেহেতু ছুটির দিন তাই আমি ঢাবি ক্যাম্পাসে ঘুরতে এসেছি। এর আগে একাধিকবার আসা হলেও জাতির জনকের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের এই সৌন্দর্য অনেক উপভোগ্য মনে হচ্ছে।

এই আলোকসজ্জা আরো একদিন থাকবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ক্যাম্পাসে ছোট পরিসরে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে প্রক্টরিয়াল মোবাইল টিম সর্বাত্মক কাজ করে যাচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি