‘দেবদাস’ খ্যাত প্রযোজক কামরুল হাসান আর নেই

‘দেবদাস’ খ্যাত প্রযোজক কামরুল হাসান আর নেই
কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ ছবির প্রযোজক কামরুল হাসান আর নেই। বুধবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গণমাধ্যমকে এই খবর জানিয়েছেন প্রযোজক কামরুলের ভাতিজা শিশির ইসলাম। তিনি জানান, মৃত্যুর সময় তার চাচার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন।

মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা দেশবরেণ্য প্রযোজক কামরুল ইসলামকে গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার বিকালে স্কয়ার হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থা বেশি খারাপ দেখে তাকে লাইফ সাপোর্টে রাখেন চিকিৎসকরা। বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

কামরুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, তার ছেলে কানাডা থেকে দেশে ফিরবেন ১৯ মার্চ, শুক্রবার। এরপর তাকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মনোহরপুরে নিজ গ্রামে দাফন করা হবে।

সংস্কৃতি ও ক্রীড়া জগতের পৃষ্ঠপোষকতায় প্রযোজক কামরুল ইসলাম ছিলেন অনন্য। ১৯৬৭ সাল থেকে তিনি শান্তিনগর ক্লাবের দায়িত্বে আছেন এবং বিভিন্ন উন্নয়নে অংশ নেন। তিনি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক ও উদ্যোক্তা ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার