চবিতে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

চবিতে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, রাজনীতির মহাকবি, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, বিশ্বের শোষিত, নির্যাতিত মানুষের মুক্তির পথ প্রদর্শক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ ১৭ মার্চ (বুধবার)  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যথাযোগ্য মর্যাদায় বর্ণিল আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে ১৭ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে মাননীয় উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে কেক কাটেন এবং আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

সভাপতির ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে ত্রিশলক্ষ শহীদ, ’৭৫ এর ১৫ আগস্ট ঘাতক হায়েনাদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিনম্রচিত্তে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত দু’লক্ষ জায়া-জননী-কন্যার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের এ মহামারীতে সীমিত পরিসরের মধ্যেও জাতির পিতার জন্মদিনে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের অকুন্ঠ ভালোবাসার বহিপ্রকাশ’।উপাচার্য অত্যন্ত আনন্দচিত্তে উপস্থিত সকলকে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা জানান।

উপাচার্য বলেন, সর্বকালের সফল নেতা, বাঙালি জাতির পথ প্রদর্শক, মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শুধু জাতির পিতাই নন; তিনি বিশ্বনেতা শেখ মুজিব। তিনি মা, মাটি ও মানুষকে ভালোবাসতেন বলেই নিজের জীবন উৎসর্গ করে বাঙালি জাতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করে গেছেন।

উপাচার্য আরো বলেন, জাতির পিতার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করতে চাইলে তাঁকে নিয়ে অধিকতর গবেষণা ও গবেষণাধর্মী লেখা, বই, প্রবন্ধ রচনার মাধ্যমে বিশ্ব দরবারে বঙ্গবন্ধুকে তুলে ধরতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রসারিত হৃদয়ে মানুষকে ভালোবাসতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রয়াসে দেশের চলমান উন্নয়ন-অগ্রগতিতে সম্পৃক্ত হয়ে কাঙ্খিত ভূমিকা রাখার আহবান জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস. এম. মনিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য-সচিব চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী এবং চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কলেজ পরিদর্শক, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্যবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারি সমিতি, কর্মচারি ইউনিয়নের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি