যে কারণে টি-টোয়েন্টিতে থাকছেন না তামিম

যে কারণে টি-টোয়েন্টিতে থাকছেন না তামিম
অধিনায়ক হিসেবে একটি সিরিজ খেলেছেন, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার তামিম ইকবালের মিশন নিউজিল্যান্ডে।

আগামী শনিবার ভোরে (বাংলাদেশ সময়) স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এরপর খেলার কথা রয়েছে তিন টি-টোয়েন্টি।

তবে ওয়ানডে সিরিজে থাকলেও টি-টোয়েন্টিতে ব্যক্তিগত কারণে খেলবেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে এসে তিনি নিজেই জানিয়েছেন এই তথ্য। বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে থাকব না। কারণটা ব্যক্তিগত।’

নিউজিল্যান্ড সফরে আসার আগেই টিম ম্যানেজম্যান্টকে জানিয়েছেন বলেও জানান তিনি, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে থাকব না। নিউজিল্যান্ডে আসার আগেই কোচ ও নির্বাচকদের বলেছি এটা। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজটি খেলতে পারব না। দলের জন্য শুভকামনা থাকবে। ওয়ানডে অধিনায়ক হিসেবে আশা করব টি-টোয়েন্টিতে দল ভালো করবে।’

আগামী ২০ মার্চ ডানেডিনে শুরু নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে। তারপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে বাকি দুই ওয়ানডে। যেখানে দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।

এরপরই তিনটি টি-টুয়েন্টি আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। টি-টুয়েন্টি তিনটি হবে যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও ওয়েলিংটনে। যেখানে দেখা যাবে না তামিমকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের