সূত্র মতে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৭ টাকা ৫০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৭ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ৪০ পয়সা বেড়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ১৯ দশমিক ৬৫ শতাংশ,দেশ গার্মেন্টসের ১৩ দশমিক ৬৪ শতাংশ, আরামিটের ১৩ দশমিক ০২ শতাংশ, সোনালী আঁশের ১২ দশমিক ২৬ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯ দশমিক ৮৬ শতাংশ, স্টাইলক্রাফটের ৮ দশমিক ৩৪ শতাংশ, সিলকো ফার্মার ৮ দশমিক ০৪ শতাংশ, ইসলামী ব্যাংকের ৭ দশমিক ২৮ শতাংশ এবং আনলিমা ইয়ার্নের শেয়ার দর ৭ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।