চলতি মাসের শুরুর দিকে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর ১৯ মার্চ ছবিটি মুক্তির কথা জানালেও তা পিছিয়ে ২৬ মার্চ মুক্তি দেয়া হচ্ছে বলে জানান নির্মাতা নার্গিস আক্তার।
ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ভারতের সায়ন্তনী দত্ত ও বাংলাদেশের গাজী আব্দুর নূর। আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত ও গোলাম ফরিদা ছন্দা।
অনুদান পাওয়ার প্রায় আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে ‘যৈবতী কন্যার মন’। ২০১৩ সালের ২১ আগস্ট এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আনুষ্ঠানিকভাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।
সম্প্রতি ছবিটি সেন্সর সনদ লাভ করে। এর পর পরই মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এরই মধ্যে প্রকাশ হয়েছে ট্রেলার।এর আগে সেলিম আল দীনের মঞ্চনাটক অবলম্বনে নির্মিত হয়েছে দুই সিনেমা ‘চাকা’ ও ‘কিত্তনখোলা’।