২৬ মার্চ মুক্তি পাচ্ছে ‘যৈবতী কন্যার মন’

২৬ মার্চ মুক্তি পাচ্ছে ‘যৈবতী কন্যার মন’
সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘যৈবতী কন্যার মন’ মুক্তি পাচ্ছে ২৬ মার্চ। নাট্যাচার্য সেলিম আল দীনের মঞ্চনাটক ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান নিয়ে ছবিটি নির্মাণ করেন নার্গিস আক্তার। পরিচালনার পাশাপাশি মূল গল্পকে ঠিক রেখে ছবির চিত্রনাট্যও করেছেন তিনি। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে।

চলতি মাসের শুরুর দিকে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর ১৯ মার্চ ছবিটি মুক্তির কথা জানালেও তা পিছিয়ে ২৬ মার্চ মুক্তি দেয়া হচ্ছে বলে জানান নির্মাতা নার্গিস আক্তার।

ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ভারতের সায়ন্তনী দত্ত ও বাংলাদেশের গাজী আব্দুর নূর। আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত ও গোলাম ফরিদা ছন্দা।

অনুদান পাওয়ার প্রায় আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে ‘যৈবতী কন্যার মন’। ২০১৩ সালের ২১ আগস্ট এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আনুষ্ঠানিকভাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।

সম্প্রতি ছবিটি সেন্সর সনদ লাভ করে। এর পর পরই মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এরই মধ্যে প্রকাশ হয়েছে ট্রেলার।এর আগে সেলিম আল দীনের মঞ্চনাটক অবলম্বনে নির্মিত হয়েছে দুই সিনেমা ‘চাকা’ ও ‘কিত্তনখোলা’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে