8194460 নিউজিল্যান্ডের দাপুটে জয় - OrthosSongbad Archive

নিউজিল্যান্ডের দাপুটে জয়

নিউজিল্যান্ডের দাপুটে জয়
দলের ব্যাটিং অর্ডারের দুই স্তম্ভ কেন উইলিয়ামসন ও রস টেলর। তাদেরকে ছাড়াই খেলতে নামে নিউজিল্যান্ড দল। কিইউদের মাটিতে প্রথম জয়ের স্বাদ পেতে এর থেকে বড় উলপক্ষ আর কি হতে পারে বাংলাদেশ দলের কাছে? তবে উইলিয়ামসন আর টেলরের অভাব একেবারেই টের পায়নি স্বাগতিকরা। ম্যাচ জয়ের পুরো কাজটা আগেই সেরে রেখেছিলেন স্বাগতিক বোলাররা। পরে বাকি আনুষ্ঠানিকতা সারেন ব্যাটসম্যানরা।

এদিন আগে ব্যাট করা বাংলাদেশ দলকে মাত্র ১৩১ রানে অলআউট করে দেয় নিউজিল্যান্ডের বোলাররা। ১৩২ রান টপকাতে বেগ পেতে হয়নি স্বাগতিক ব্যাটসম্যানদের। ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে কিউইরা। এতে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড।

এদিন ১৩২ রানের মামুলি টার্গেট টপকাতে নেমে মাত্র ১২৮ বল খেলে জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড। ১৭২ বল ও ৮ উইকেট হাতে রেখে পাওয়া জয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২৩ মার্চ। বাংলাদেশ সময় সকাল ৭টায়।

লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী শুরু করেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। তাসকিন আহমেদের বলে আউট হওয়ার আগে ৩টি চার ও ৪টি ছয়ের মারে মাত্র ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫২ বলে ২৭ রান করেন কনওয়ে। বিশাল জয়ের ম্যাচেও ১ রানের আক্ষেপ নিকলসের। সুযোগ পেয়েও অর্ধশতক পূর্ণ করতে পারেননি তিনি। শেষপর্যন্ত ৪৯ রানের অপরাজিত থাকেন। অপরাজিত আরেক ব্যাটসম্যান ইয়ংয়ের ব্যাট থেকে আসে ১১ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। ম্যাচে সফরকারীদের ইনিংসে ৩০ ঊর্ধ্ব কোনও জুটি হয়নি। তার খেসারতই দিতে হয়েছে গোটা দলকে। মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ রান আসে মুশফিকের ব্যাট থেকে। ম্যাচ সেরা হওয়া বোল্ট ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের