দেশে সাড়ে ৪৭ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

দেশে সাড়ে ৪৭ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে শনিবার (২০ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪৭ লাখ ৬০ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৯৬ হাজার ৫১১ জন এবং নারী ১৭ লাখ ৬৪ হাজার ২৩৬ জন। তাদের মধ্যে ৯০০ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আর আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৭২ হাজার ৯২৩ জন।

শনিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৬১ লাখ ১৫ হাজার ৫৫২ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে,আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ১৯ হাজার ৪৩২ জন,ময়মনসিংহ বিভাগে চার হাজার সাত জন, চট্টগ্রাম বিভাগে ১৪ হাজার ১৯৫ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ১৮২ জন, রংপুর বিভাগে আট হাজার ৫৬৬ জন, খুলনা বিভাগে সাত হাজার ৯০৬ জন, বরিশাল বিভাগে চার হাজার ৩৪১ জন, আর সিলেট বিভাগে তিন হাজার ২৯৪ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু