দেশে সাড়ে ৪৭ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

দেশে সাড়ে ৪৭ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে শনিবার (২০ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪৭ লাখ ৬০ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৯৬ হাজার ৫১১ জন এবং নারী ১৭ লাখ ৬৪ হাজার ২৩৬ জন। তাদের মধ্যে ৯০০ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আর আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৭২ হাজার ৯২৩ জন।

শনিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৬১ লাখ ১৫ হাজার ৫৫২ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে,আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ১৯ হাজার ৪৩২ জন,ময়মনসিংহ বিভাগে চার হাজার সাত জন, চট্টগ্রাম বিভাগে ১৪ হাজার ১৯৫ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ১৮২ জন, রংপুর বিভাগে আট হাজার ৫৬৬ জন, খুলনা বিভাগে সাত হাজার ৯০৬ জন, বরিশাল বিভাগে চার হাজার ৩৪১ জন, আর সিলেট বিভাগে তিন হাজার ২৯৪ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা