সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
ইউসিবি এবং শাহজালাল ইসলামি ব্যাংক সূত্রে জানা গেছে, তারা প্রত্যেকেই ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। দুটি ব্যাংকই নিজস্ব অর্থায়নে এই তহবিল গঠন করছে। ইতোমধ্যে ব্যাংক দুটির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে তহবিল গঠনের বিষয়টি জানানো হয়েছে।
এর আগে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক (এনবিএল) বিশেষ তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করে বলে জানা যায়।
আলোচিত ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক আগেই পুঁজিবাজারে বিনিয়োগের জন্য রেপো সুবিধার আওতায় ৫০ কোটি টাকার তহবিল গঠন করেছিল।সম্প্রতি ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ওই সুবিধার মেয়াদ বাড়ানোর আবেদন জানালে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করে।