পুঁজিবাজারে বিনিয়োগে বিশেষ তহবিল যোগ দিয়েছে ইউসিবি ও শাহজালাল ব্যাংক

পুঁজিবাজারে গতি সঞ্চারে ঘোষিত বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধা কাজে লাগাতে আগ্রহী ব্যাংকের সংখ্যা বাড়ছে।এবার এই তালিকায় নাম লিখিয়েছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)ও শাহজালাল ইসলামী ব্যাংক।এ নিয়ে এই প্রক্রিয়ায় থাকা ব্যাংকে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

ইউসিবি এবং শাহজালাল ইসলামি ব্যাংক সূত্রে জানা গেছে, তারা প্রত্যেকেই ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। দুটি ব্যাংকই নিজস্ব অর্থায়নে এই তহবিল গঠন করছে। ইতোমধ্যে ব্যাংক দুটির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে তহবিল গঠনের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক (এনবিএল) বিশেষ তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করে বলে জানা যায়।

আলোচিত ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক আগেই পুঁজিবাজারে বিনিয়োগের জন্য রেপো সুবিধার আওতায় ৫০ কোটি টাকার তহবিল গঠন করেছিল।সম্প্রতি ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ওই সুবিধার মেয়াদ বাড়ানোর আবেদন জানালে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন