রোববার (২১ মার্চ) সকালে চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
নিহত নারীর নাম শামসুন্নাহার (৬৫)।
এ নিয়ে এই ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হলো।
গত ১১ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা ঢাকা থেকে মতলবগামী বাসে আগুনের ঘটনায় ঘটনাস্থলে দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৬৫) ও বন্যাকান্দি গ্রামের সাইফুলের শিশু পুত্র শাফিন (৫) নিহত হয়।
ওই ঘটনায় আরও প্রায় ১৪ জন গুরুতর অগ্নিদগ্ধ হন, যাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তাদের মধ্যে দগ্ধ গোলামুর রহমান (৭৫) চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ সোমবার মারা যান এবং গুরুতর দগ্ধ অবস্থায় শামসুন্নাহারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়। রোববার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।