প্রতিষ্ঠানটি বলছে, এর মাধ্যমে তারা বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি চালু প্রকল্পের অর্থায়নে সহযোগিতা করতে সক্ষম হবে। আর এ প্রকল্পের জন্য যুক্তরাজ্যের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ফর বিজনেস, এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজির (বিইআইএস) কাছ থেকে অর্থায়ন পেয়েছে রিকার্ডো।
এ প্রকল্পের মাধ্যমে ইডকল, রিকার্ডো এবং লাইট কেসেল পার্টনারস এবং পলিসি এক্সচেঞ্জের মতো বাংলাদেশি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা কাজ করবেন। তারা দেশে বৈদ্যুতিক গাড়ি ব্যবসার ক্ষেত্রে অংশগ্রহণমূলক মডেল তৈরি, অর্থায়নের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবেন। ইডকল এক্ষেত্রে রিকার্ডোকে এমএসএমই পর্যায়ে চাহিদা ও প্রয়োজনীয়তা মূল্যয়ন জরিপ পরিচালনায় সহযোগিতা করবে।