সূত্র মতে, বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৭ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জনতা ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫২ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৯২ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২ দশমিক ৭৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ২ দশমিক ৭১ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২ দশমিক ৬১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২ দশমিক ২৬ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১ দশমিক ৮৬ শতাংশ, জাহিনটেক্সের ১ দশমিক ৭৮ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।