সূত্র মতে, বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪১ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা কমেছে।
ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের ৯ দশমিক ৯২ শতাংশ, বিকন ফার্মার ৯ দশমিক ৩৪ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯ দশমিক ২৪ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৮ দশমিক ৯৬ শতাংশ, রহিমা ফুডের ৮ দশমিক ৩৬ শতাংশ, বিডি থাইয়ের ৮ দশমিক ৩৩ শতাংশ, ফাইন ফুডসের ৭ দশমিক ৯১ শতাংশ, জিকিউ বলপেনের ৭ দশমিক ৭৪ শতাংশ এবং আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর ৭ দশমিক ৫৭ শতাংশ কমেছে।