১৩ বছর পর রণবীর-বিপাশা জুটি

১৩ বছর পর রণবীর-বিপাশা জুটি
প্রায় ছয় বছর বড় পর্দায় দেখা নেই বিপাসা বসুর। বিয়ের পর বলিউড থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন এই তারকা। যদিও গত বছর তিনি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। তবে ভক্তরা অপেক্ষায় তাকে সিনেমায় দেখার জন্য।

বিপাসা বসুকে আবার কবে সিনেমায় দেখা যাবে সেটি এখনও অনিশ্চিত। তবে ভক্তদের জন্য সুখবর, প্রিয় তারকাকে আবারও পর্দায় দেখবেন তারা। সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে একটি বিজ্ঞাপন দিয়ে ফিরছেন এই অভিনেত্রী।

প্রায় ১৩ বছর পর পর্দা ভাগাভাগি করলেন রণবীর ও বিপাশা। শেষ তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘বাচনা অ্যায় হাসিনা’ সিনেমায়। তাদের প্রেম গুঞ্জনও ছড়িয়েছিল বলিউডে। যদিও সেই জল খুব বেশি ঘোলা হয়নি।

বিজ্ঞাপনে শুটিংয়ের পর বিপাশাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সবার জিজ্ঞাসা, কবে বড় পর্দায় ফিরবেন তিনি। সেই কথা টুইট করে জানিয়ে দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘সিনেমার গল্প ভালো হলেই বড় পর্দায় ফিরব।’

২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল বিপাশা বসুকে। সেখান থেকেই করণ সিং গ্রোভারের সঙ্গে প্রেম শুরু তার। ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি।

উল্লেখ্য, ২০২০ সালে ‘ডেঞ্জেরাস’ শিরোনামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন বিপাশা বসু। ক্রাইম-থ্রিলার ঘরানার সেই সিরিজে বিপাশার সঙ্গে ছিলেন স্বামী করণ। এটি পরিচালনা করেছিলেন আদিত্য ধনরাজ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার