টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলছে।
রবিবার একদিনে টিকা নিয়েছেন ৮০ হাজার ২২২ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ১১ জন ও নারী ৩৬ হাজার ২২২ জন।
অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট টিকা নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ১৬ হাজার ২২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ৮৮ হাজার ৭৯ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ৩৭ হাজার ৬৪৮ জন, রংপুর বিভাগে চার লাখ ৭৮ হাজার ২৫৮ জন, খুলনা বিভাগে ছয় লাখ ৩২ হাজার ৪৮৮ জন, বরিশাল বিভাগে দুই লাখ ১৬ হাজার ২৮৪ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৫৪ হাজার ৯২২ জন।