বিশেষ তহবিলের অর্থ বিনিয়োগ শুরু করেছে শাহজালাল ইসলামী ব্যাংক

বিশেষ তহবিলের অর্থ বিনিয়োগ শুরু করেছে শাহজালাল ইসলামী ব্যাংক
পুঁজিবাজারে গতি সঞ্চারে বিশেষ তহবিল থেকে আজই বিনিয়োগ শুরু করেছে শাহজালাল ইসলামী ব্যাংক।

ব্যাংকটি নিজস্ব অর্থায়নে ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংককে তহবিল গঠনের বিষয়টি জানিয়েছে ব্যাংকটি।

শাহজালাল ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক (এনবিএল) বিশেষ তহবিল গঠনের প্রক্রিয়া শুরু করে বলে জানা যায়।

আলোচিত ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক আগেই পুঁজিবাজারে বিনিয়োগের জন্য রেপো সুবিধার আওতায় ৫০ কোটি টাকার তহবিল গঠন করেছিল। সম্প্রতি ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ওই সুবিধার মেয়াদ বাড়ানোর আবেদন জানালে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করে।

সোনালী ব্যাংক ২০০ কোটি এবং রূপালী ব্যাংক ৮০ কোটি টাকার তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ব্যাংকও ২০০ কোটি টাকার তহবিল গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো এ প্রস্তাব ব্যাংকটি পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়নি। অন্যদিকে এনবিএল নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে ৪০ কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন