ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রবিবার (২১ মার্চ) ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।
সৌরভের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তিনি চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম জানান, গত ১৯ মার্চ ফেসবুকে ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করেন পুরকৌশল বিভাগের শেষ বর্ষের ওই শিক্ষার্থী। এসব বিষয়ে আসলে কোনও ছাড় দেওয়ার সুযোগ নাই। তথ্য উপাত্তের ভিত্তিতে আগামীকাল শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হবে।
সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, গত শনিবার রাতে রাউজান থানায় সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসেও একই অপরাধে রায়হান রোমান নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করে চুয়েট প্রশাসন।