একজন ক্রিকেটার এমন কিছু বলতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, ‘আমরা যখন ২০-৩০ হাজার টাকা পেতাম, তখনও আমরা চুক্তিতে সই করতাম। বোর্ডের বিপক্ষে আমরা কিছু বলিনি। এটা (সাকিবের বলা) নিয়ে সামনের বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’
প্রতিনিয়ত নানা সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন সাকিব। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া সাকিব আবারও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিলেন। সাকিবের বারবার এমন ঘটনা বোর্ডের ব্যর্থতা কিনা—জানতে চাইলে নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আজকের মিটিংটা ছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ট্যুর নিয়ে। সেই সঙ্গে এই বিষয়টা (সাকিব) চলে এসেছে। বললে হয়তো বিশ্বাসও করবেন না যে আমি সাক্ষাৎকারটা দেখিও নাই, শুনিও নাই। সেখানে এইচপি নিয়ে যেহেতু বলা হয়েছে সেখানে আমি আইডিয়াটা পেলাম, যেটা আপনারা বললেন। যেহেতু সে লম্বা একটা সাক্ষাৎকার দিয়েছে এবং এখানে ক্রিকেট অপারেশন্স না, এইচপি ও অন্যান্য বিষয় নিয়ে কথা ছিল। সেটা পুরো দেখে আমরা সিদ্ধান্ত নেবো।’
সাকিবের পুরো ভিডিও দেখেই এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তিনি বলেন, ‘আমার জানা মতে বোর্ডের সঙ্গে সম্পৃক্ত বা চলমান কোনও ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে বলতে পারে না। আলাপ-আলোচনা করে এই ইস্যুগুলোর বিষয়ে বোর্ড প্রতিক্রিয়া দেবে। অবশ্যই এটা আরও বড় পরিসরে আলোচনা করে দেবো।’