সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড

সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে  ক্রিকেট বোর্ড
চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বিসিবি থেকে নিয়মিত বেতন ভাতা নেন ক্রিকেটাররা। কিন্তু একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বোর্ডের বিপক্ষে কথা বলা শৃঙ্খলাভঙ্গ করার শামিল। শনিবার এক ফেসবুক লাইভে সাকিব বোর্ডের পরিচালকসহ নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন। সাকিবের এমন বক্তব্য এই মুহূর্তে শৃঙ্খলাভঙ্গ হিসেবে না দেখলেও দ্রুতই এ ব্যাপারে ‘সিদ্ধান্ত’ নেবে বোর্ড—জানালেন সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়।

একজন ক্রিকেটার এমন কিছু বলতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, ‘আমরা যখন ২০-৩০ হাজার টাকা পেতাম, তখনও আমরা চুক্তিতে সই করতাম। বোর্ডের বিপক্ষে আমরা কিছু বলিনি। এটা (সাকিবের বলা) নিয়ে সামনের বোর্ড মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’

প্রতিনিয়ত নানা সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন সাকিব। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া সাকিব আবারও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিলেন। সাকিবের বারবার এমন ঘটনা বোর্ডের ব্যর্থতা কিনা—জানতে চাইলে নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আজকের মিটিংটা ছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ট্যুর নিয়ে। সেই সঙ্গে এই বিষয়টা (সাকিব) চলে এসেছে। বললে হয়তো বিশ্বাসও করবেন না যে আমি সাক্ষাৎকারটা দেখিও নাই, শুনিও নাই। সেখানে এইচপি নিয়ে যেহেতু বলা হয়েছে সেখানে আমি আইডিয়াটা পেলাম, যেটা আপনারা বললেন। যেহেতু সে লম্বা একটা সাক্ষাৎকার দিয়েছে এবং এখানে ক্রিকেট অপারেশন্স না, এইচপি ও অন্যান্য বিষয় নিয়ে কথা ছিল। সেটা পুরো দেখে আমরা সিদ্ধান্ত নেবো।’

সাকিবের পুরো ভিডিও দেখেই এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তিনি বলেন, ‘আমার জানা মতে বোর্ডের সঙ্গে সম্পৃক্ত বা চলমান কোনও ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে বলতে পারে না। আলাপ-আলোচনা করে এই ইস্যুগুলোর বিষয়ে বোর্ড প্রতিক্রিয়া দেবে। অবশ্যই এটা আরও বড় পরিসরে আলোচনা করে দেবো।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে