এরইমধ্যে আশার আলো দেখায় তার অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি। গেল ১৪ই মার্চ এই ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ এর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এক সপ্তাহের মধ্যে ছবিটির সেন্সর স্থগিত হয়। এর মাধ্যমে আবার হোঁচট খেলেন দীঘি। শামীম আহমেদ রনির চিত্রনাট্যে এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সেলিম খান। এতে দীঘির পাশাপাশি জাতির পিতার চরিত্রে অভিনয় করেন শান্ত খান। এদিকে দীঘি বর্তমানে বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
প্রথমে বিজ্ঞাপন, এরপর শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে বাজিমাত করেন প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। ‘চাচ্চু’, ‘কাবুলিওয়ালা’, ‘অবুঝ শিশু’, ‘দাদিমা’সহ বেশকিছু ব্যবসা সফল ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। বেশ কয়েক বছরের বিরতি দিয়ে নায়িকা হয়ে ফেরেন এই শিশুশিল্পী। এরইমধ্যে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ ছবি দিয়ে দীঘির বড় পর্দায় অভিষেক হলো। কিন্তু নায়িকা যাত্রা তার খুব একটা ভালো হয়নি। অভিষেক ছবির মাধ্যমে বিভিন্ন সমালোচনার মুখে পড়েন তিনি। ছবির মান নিয়ে প্রশ্ন ওঠে।
এরইমধ্যে আশার আলো দেখায় তার অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি। গেল ১৪ই মার্চ এই ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ এর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এক সপ্তাহের মধ্যে ছবিটির সেন্সর স্থগিত হয়। এর মাধ্যমে আবার হোঁচট খেলেন দীঘি। শামীম আহমেদ রনির চিত্রনাট্যে এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সেলিম খান। এতে দীঘির পাশাপাশি জাতির পিতার চরিত্রে অভিনয় করেন শান্ত খান। এদিকে দীঘি বর্তমানে বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
এরইমধ্যে আশার আলো দেখায় তার অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি। গেল ১৪ই মার্চ এই ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ এর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এক সপ্তাহের মধ্যে ছবিটির সেন্সর স্থগিত হয়। এর মাধ্যমে আবার হোঁচট খেলেন দীঘি। শামীম আহমেদ রনির চিত্রনাট্যে এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন সেলিম খান। এতে দীঘির পাশাপাশি জাতির পিতার চরিত্রে অভিনয় করেন শান্ত খান। এদিকে দীঘি বর্তমানে বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
আর্কাইভ থেকে