সাকিব যা খাচ্ছেন তাতেই মজা পাচ্ছেন!

সাকিব যা খাচ্ছেন তাতেই মজা পাচ্ছেন!
এদেশের ক্রীড়াঙ্গন তো বটেই, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু টাইগার অলরাউন্ডার। শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সাকিব-বিসিবি সম্পর্ক! এনিয়ে যখন জোর আলোচনা, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন সাকিব। যেখানে তিনি লিখেছেন, যা-ই খাচ্ছি সবই মজা লাগছে!

নিজের ফেসবুক পাতায় একটি ছবি শেয়ার করেছেন সাকিব। যেখানে একটি বার্গারে কামড় দিতে দেখা যাচ্ছে তাকে। তবে ছবি দেখে বোঝার উপায় নেই এটি কোনও বিজ্ঞাপন চিত্র কীনা। সেই ছবির সঙ্গে সাকিব একটি লেখা জুড়ে দিয়েছেন। যেখানে প্রশ্ন ছুড়ে দিয়ে সাকিব লিখেছেন, ‘ইদানীং যা-ই খাচ্ছি সবই মজা লাগছে! কেনো বলুন তো?’

সাকিব উত্তাপ ছড়িয়েছেন গত শনিবার রাতে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে এসে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে মন্তব্য করেন তিনি। অভিযোগের আঙুল তোলেন একাধিক বোর্ড পরিচালকের দিকে। এরপর পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে গড়াচ্ছে। সাকিবের মন্তব্যের জেরে রোববার নিজ বাসায় বৈঠকে ডাকেন খোদ বিসিবি সভাপতি। পরিস্থিতি শান্ত না হতে আরও একটি সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। সেখানেও কাঠগড়ায় উঠেছে বাংলাদেশ ক্রিকেটের রীতি।

উত্তপ্ত পরিস্থিতিতে নিজের ফেসবুক পাতায় এমন ক্যাপশনের ছবি নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের