ঢাকা থেকে জলপাইগুড়ি চলবে যাত্রীবাহী ট্রেন

ঢাকা থেকে জলপাইগুড়ি চলবে যাত্রীবাহী ট্রেন
মালবাহী ট্রেনের পর যাত্রীবাহী ট্রেনে ঢাকা-নিউ জলপাইগুড়ি যাত্রা শুরুর অপেক্ষায় নীলফামারীবাসী। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই ট্রেনের। চিলাহাটি স্টেশনসহ অন্যান্য অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ না হলেও মোটামুটি প্রস্তুত উভয় অংশের রেলপথ।

দীর্ঘ ৫৫ বছর পর আবারো ঢাকা-নিউ জলপাইগুড়ি রেলপথে চলবে যাত্রীবাহী ট্রেন। গত ১৭ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মালবাহী ট্রেনের। ঢাকায় দু’দেশের প্রধানমন্ত্রী ২৭ মার্চ উদ্বোধন করবেন যাত্রীবাহী ট্রেনের।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে নীলফামারীর চিলাহাটি স্টেশনে চলছে উন্নয়নের কাজ। চিলাহাটি জিরো পয়েন্ট পর্যন্ত ৭ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণসহ ভিআইপি গেস্ট হাউসের কাজ শেষ হলেও অত্যাধুনিক হাইটেক মডেলের রেলস্টেশন, দোতলা টিএক্সআর অফিস, কাস্টম অফিস, ইয়ার্ডে আরো ৫টি লাইন বসানোর কাজ চলছে জোরেশোরে।

রেলওয়ে ট্রানজিট রুট পুনরায় চালু হলেও চিলাহাটিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আর নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, পূর্ণাঙ্গ স্থলবন্দরের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।

২০১৩ সালে সাবেক নৌপরিবহন মন্ত্রী চিলাহাটিকে স্থলবন্দর ঘোষণা দিয়ে উদ্বোধন করেন। সেটা গেজেট আকারে প্রকাশও হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার