মন্ত্রী বলেন, দরপত্র চাওয়ার ৬৪ দিনের মধ্যে অফার আসবে বলে আশা করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি মে কিংবা জুনের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সিদ্ধান্ত নেয়া এবং উড়োজাহাজ সংস্থাটি হস্তান্তর করার কাজ। তবে তিনি ক্রেতাদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো গত সপ্তাহে জানিয়েছিল, এয়ার ইন্ডিয়ার নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ভারতের টাটা গ্রুপ ও স্পাইসজেটের চেয়ারম্যান অজয় সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে আবারো এ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। এক দশকে একাধিকবার অর্থ জোগান দিয়ে বন্ধ হওয়া থেকে উদ্ধার করা এয়াইলাইনসটি বিক্রিতে এর আগেও নরেন্দ্র মোদি ব্যর্থ হয়েছিলেন।