এর আগে কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বাংলাদেশের কাবাডি ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্টের উদ্বোধন করবেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।
টুর্নামেন্টের পাঁচটি দল লিগ পদ্ধতিতে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় সরাসরি ফাইনাল খেলবে। আর দ্বিতীয় ও তৃতীয় দল ১ এপ্রিল কোয়ালিফাইং ম্যাচ খেলবে দ্বিতীয় ফাইনালিস্ট হতে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সন্ধ্যা সাড়ে ৭ টায় দ্বিতীয় ম্যাচে খেলবে আফ্রিকার কেনিয়া ও দক্ষিণ এশিয়ার শ্রীলংকা। সবশেষ ইরানের অনুষ্ঠিত যুব বিশ্বকাপে রানার্সআপ দলের পাঁচজন খেলোয়াড় আছেন কেনিয়ার এই দলে। টুর্নামেন্ট উপলক্ষে আজ (রোববার) সন্ধ্যায় লোগো ও ট্রফি উন্মোচন করা হয়। অধিনায়কেরা ফটোসেশনে অংশ নেন।