শনিবার দেশটির স্থানীয় সময় সকাল ১১টায় এ মিলনমেলার আয়োজন করা হয়।
উদীচী কানাডার সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত ও সহ-সভাপতি হাসমতারা চৌধুরীর সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হুমায়ুন কবির চৌধুরী বীর প্রতীক, মুক্তিযোদ্ধা মেজর দিদার আতাওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মেজর সুরঞ্জন দাশ, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব, মুক্তিযোদ্ধা শাহেদ বখত ময়নু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুক মিয়া, মুক্তিযোদ্ধা আজিজুল মালিক ও মুক্তিযুদ্ধের অন্যতম গবেষক তাজুল মোহাম্মদ। তাছাড়াও উত্তর আমেরিকার অনেক গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদীচী কানাডার সাধারণ সম্পাদক মিনারা বেগম বললেন, আমরা প্রবাসে থাকলেও মা-মাটি আর দেশ থাকে আমাদের হৃদয়ে। যারা আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল সেই বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। প্রবাসে আমাদেরকেই দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মের মাঝে দেশের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর, সেই লক্ষ্যেই এই আয়োজন।