গত ১৫ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির উৎপাদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে এমন তথ্য জানায় মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির রিং ইউনিট ক্যাপাসিটির গড়ে ২০ মেট্রিক টন উৎপাদন চালু রয়েছে। আর রোটর ইউনিটের দিনে ১৬ মেট্রিক টন উৎপাদন ৫০% চালু রয়েছে।
কোম্পানিটি জানায়, ৩৬ হাজার স্পিনডেলস রিং স্পিনিং ইউনিটের সম্প্রসারণের জন্য বিদ্যামান ৫০ শতাংশ রোটর ইউনিটের কাজ ২০১৮ সালের মে মাস থেকে বন্ধ রয়েছে।
কোম্পানিটি আশা করছে ৫০ শতাংশ বন্ধ রোটর ইউনিটের কাজ আগামী ১ এপ্রিল চালু হবে।