টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টির পর অবশেষে টসে জিতল বাংলাদেশ ক্রিকেট দল। নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সিরিজের প্রথম ম্যাচেও আগে বোলিং করেছিল বাংলাদেশ। তবে সেদিন টস জিতেছিল নিউজিল্যান্ড। তারা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে দাঁড় করিয়েছিল ২১০ রানের বিশাল সংগ্রহ। আজও তাদেরকে আগে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ৬৬ রানের বড় ব্যবধানে হারের পর এ ম্যাচে ফিল্ডিংয়ের দিকে জোর দেয়ার কথা বলেছেন মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ড এ ম্যাচ জিতলে এক ম্যাচ আগেই নিশ্চিত করবে সিরিজের শিরোপা।

উল্লেখ্য, নেপিয়ারের ম্যাকলিন পার্কে এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ড। যেখানে তাদের জয় মাত্র এক ম্যাচে, হেরেছে বাকি দুইটিতে। তবে এতে বাংলাদেশের খুশি হওয়ার সুযোগ নেই। কারণ এ মাঠে কিউইদের একমাত্র জয়টি বাংলাদেশের বিপক্ষেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে