বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপনের দিনে লেবার পার্টির কাউন্সিলর পদে পুষ্পিতাকে মনোনয়ন দিয়ে বাড়তি আনন্দের উপলক্ষ তৈরি করেছে।
মনোনয়ন পেয়ে রেডব্রিজের ওয়ার্ড সেভেন কিংস এর কাউন্সিলর হিসেবে নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশা প্রকাশ করেছেন পুষ্পিতা। প্রাক্তন কাউন্সিলর স্টুয়ার্ট বেলউডের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, অত্যন্ত পরিশ্রমী কাউন্সিলর ছিলেন বেলউড। তার প্রতি অনেক সম্মান ও শ্রদ্ধা জানাই।
পুষ্পিতা গুপ্ত সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট, যুক্তরাজ্য শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করেন তিনি। সেখানকার একটি স্কুলের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
প্রথম দিকের করোনা মহামারির লকডাউনে পুষ্পিতা কিংস জর্জ হাসপাতালের কর্মীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করেছেন। সম্প্রতি তিনি রেডব্রিজ কাউন্সিলের দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত হয়ে গৃহহীন ও অভাবী লোকদের জন্য সপ্তাহে ১০০ গরম খাবার নিজ হাতে প্রস্তুত ও বিতরণ করেছেন। তিনি মনে করেন, গৃহীনতার অবসান ঘটাতে হবে এবং এটি সমাধানে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
লেবার পার্টির স্থানীয় এমপি ওয়েস স্টারলিং এর নির্বাচনী প্রচারণা দলে অন্যান্যদের সাথে পুষ্পিতা স্থানীয় মহিলা কাউন্সিলর, নেতাকর্মী এবং স্থানীয়ভাবে পার্টিতে সক্রিয় ভূমিকা গ্রহণে নারীদের উৎসাহিত করার জন্য তিনটি সফল আন্তর্জাতিক নারী দিবস আয়োজন করেছেন পুষ্পিতা গুপ্ত। সেই সঙ্গে নারী অগ্রগতিতে তহবিল সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। পুষ্পিতা গুপ্ত অন্যদের সাহায্য করতে ভালোবাসেন। তিনি ধারাবাহিকভাবে মানুষের জন্য কাজ করে যেতে চান।