বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’: শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’: শিক্ষামন্ত্রী
‘বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর কাল নিয়ে তৈরি করা হয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি। আশাকরি, তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের যাত্রা অব্যাহত থাকবে। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রের সংশ্লিষ্ট সবাইকে জানাই ধন্যবাদ।’

মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠান উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা দিক নিয়ে আরো চলচ্চিত্র নির্মাণ হতে পারে। বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নাটক, গান, কবিতায় উঠে এসেছে, ঠিক তেমনভাবে চলচ্চিত্র নির্মাণ হবে। আমরা তার জীবন ও আদর্শ থেকে শিক্ষা ও দিক্ষা নেবো। ক্রমান্বয় আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর চেতনাকে ছড়িয়ে দেবো।’

শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ত্যাগ-তিতিক্ষা তা এক একটি অধ্যায়। তার একটি ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। জাতির পিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরে তার নাম ও জয়বাংলা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল।

তিনি আরও বলেন, ‘এখন তার কন্যার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। আমরা আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসতে পেরেছি। আজ আমরা বঙ্গবন্ধুর ভাষণ যথাযথ মর্যাদায় শুনতে পারি। ‘জয় বাংলা’ বলতে পারি প্রাণ খুলে। সেজন্য কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। ’

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির পরিচালক সেলিম খান, নায়ক শান্ত খান, জায়েদ খান, মাজনুন মিজান, পরিচালক সোহানুর রহমান সোহান প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা