রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকে বিশাল নিয়োগ

রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকে বিশাল নিয়োগ
সোনালী ও জনতা ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে অফিসার পদে এক হাজার ৫১১ জন কর্মকর্তা নিয়োগ দেবে সরকার।

বৃহস্পতিবার এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত এই পাঁচ ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তি অনুসারে, সোনালী ব্যাংকে ১৮৩ জন, জনতা ব্যাংকে ৮১৬ জন, অগ্রণী ব্যাংকে ৫০০, রূপালী ব্যাংকে ৫ জন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ জুলাই ২০১৯ তারিখের মধ্যে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।এই সময়ের মধ্যেই ২০০ টাকা আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ‘রকেট’ এর মাধ্যমে পাঠাতে হবে।

ট্র্যাকিং পেজ ২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সংগ্রহ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) /সমমান ডিগ্রি থাকতে হবে।

শিক্ষাজীবনে কমপক্ষে একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

বেতন স্কেল
বেতন স্কেল- জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০…৩৮,৬৪০ স্কেল এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো