এর আগে গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছিল।
ওই নির্দেশনায় বলা হয়, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের কোর ব্যাংকিং সিস্টেমের উন্নত সংস্করণ সংস্থাপনের কারণে ডাটা মাইগ্রেশনের কাজ সম্পন্ন করতে ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত তিন দিন ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ বিষয়ে ব্যাংকটির আবেদনে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।