করোনায় এবার নন-ক্যাডার পরীক্ষা স্থগিত করল পিএসসি

করোনায় এবার নন-ক্যাডার পরীক্ষা স্থগিত করল পিএসসি
করোনাভাইরাসের কারণে ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করেছিল বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। এবার নন-ক্যাডার একটি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

বুধবার (৩১ মার্চ) কমিশনের এক বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পরীক্ষা স্থগিত করার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯–এর ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) ফটো টেকনিশিয়ান পদে প্রার্থীদের ৬ এপ্রিলে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।

এর আগে গত সোমবার পিএসসির বিশেষ সভায় ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯–এর ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতিতে ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ যথাসময়ে জানানো হবে।

এদিকে, এর আগে গতকাল মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি