বুধবার (৩১ মার্চ) বাংলা একাডেমি এ সিদ্ধান্ত জানিয়েছে এবং তা আজ থেকেই কার্যকর হবে।
একাডেমির জনসংযোগ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে “অমর একুশে গ্রন্থমেলা ২০২১”-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ ২০২১ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬: ৩০টায়।’
এত দিন বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকত। শুক্রবার ও ছুটির দিনে মেলা চলছে সকাল ১১টা থেকে। তবে পরিবর্তিত সিদ্ধান্তে ছুটির দিনের বিষয়ে কিছু বলা হয়নি।
করোনাভাইরাস মহামারির কারণে এবার একুশের বইমেলা পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয়, যা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে।