গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত হন শচীন। টুইট করে এই খবর জানিয়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তির খবরও একইভাবে ভক্ত-অনুরাগীদের জানালেন। অবশ্য কোনও গুরুতর শারীরিক সমস্যা নয়, চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে যেতে হলো ভারতের সাবেক ব্যাটিং গ্রেটকে।
শুক্রবার (২ এপ্রিল) সকালে এক টুইটার পোস্টে শচীন লিখেছেন, ‘আপনাদের শুভ কামনা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হলাম। আশা করছি কিছু দিনের মধ্যে বাসায় ফিরে যাবো। সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের বিশ্বকাপ জয়ের দশম বর্ষপূর্তিতে সব ভারতীয় ও আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই।’
শচীনের সঙ্গে রোড সেফটি সিরিজ খেলা ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও সুব্রামানিয়ামে বদ্রিনাথেরও করোনা পজিটিভ হয়।