সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৩ টাকা ৪০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৭ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর ৩ টাক ৮০ পয়সা বেড়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৩০ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১২ দশমিক ৩৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ১০ দশমিক ৯৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৬৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৪০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৮ দশমিক ৩৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ০৯ শতাংশ, রহিমা ফুডের ৬ দশমিক ৬৩ শতাংশ এবং হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর ৬ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।