স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ৮ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকাদান। তবে আগামী ৫ এপ্রিল থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে। এছাড়াও লকডাউনের ভেতরে এ টিকাদান কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে। দেশে শনাক্তের হার ২৩.১৫।