নিউজিল্যান্ড থেকে ফিরেছে ক্রিকেট দল

নিউজিল্যান্ড থেকে ফিরেছে ক্রিকেট দল
নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলের সঙ্গে ঢাকায় আসেননি কোচ রাসেল ডমিঙ্গো।

নিউজিল্যান্ড অধ্যায়টা বাংলাদেশ দলের জন্য দুঃসহ স্মৃতি হয় থাকল। এর আগে যতবারই তাসমান সাগরের পাড়ে গেছে, বাংলাদেশ ফিরেছে খালি হাতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল টাইগারদের। ওয়ানডে সিরিজ শেষে আগেই দেশে ফিরে আসেন তামিম ইকবাল।

টি-টোয়েন্টিতেও সে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ দল। কোনো ম্যাচেই প্রতিরোধ গড়তে পারেনি মাহমুদউল্লাহ বাহিনী। এ ফরম্যাটেও হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরেছে টাইগাররা। তবে নিউজিল্যান্ড থেকে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন কোচ রাসেল ডমিঙ্গো।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ এপ্রিল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট মিশন শুরু করবে টাইগাররা। এর আগে ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে কোভিড পরিস্থিতি এবং দেশটির কোয়ারেন্টাইন প্রটোকল পরিবর্তন হওয়ায় শঙ্কার মুখেও পড়ার সম্ভাবনা আছে এই সিরিজের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের